নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের দরজা-জানালা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও ইবাদুর রহমান চৌধুরীসহ প্রায় ৫০ নেতাকর্মী। নিউইয়র্ক সিটি পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং ২ জনকে আটক করে। পরে অবশ্য পুলিশ তাদের ছেড়ে দেয়। নিউইয়র্ক কনস্যুলেট অফিস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার চিন্তা করছে। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ঘটনার সময় স্বয়ং সরকারের উপদেষ্টা উপস্থিত ছিলেন। ডিপ্লোমেটিক ইমিউনিটির বিষয়টিও জড়িত। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কনস্যুলেট যোগাযোগ রাখছে। বিষয়টি মেয়র এরিক অ্যাডামসকেও অবহিত করা হয়েছে। গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই তদন্তে নেমেছে, সংগ্রহ করছে ভিডিও ফুটেজ।