প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে পুরোনো একটি গ্রেনেড উদ্ধারের ছবি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে। জয় ছবিটি শেয়ার করে দাবি করেন, এটি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সময় সন্ত্রাসীদের কাছ থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনা। কিন্তু বাংলাফ্যাক্টের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি ২০২৪ সালের ৮ নভেম্বর কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া নয়টি গ্রেনেডের পুরোনো ছবি, যা সাম্প্রতিক ডেমরার ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। প্রতিষ্ঠানটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে দেশি-বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে গুজব ও ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে। বাংলাফ্যাক্ট নিয়মিতভাবে এসব বিভ্রান্তিকর তথ্য যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে।