কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে সাগর থেকে একটি মাছ ধরার নৌযানসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ‘সীতা’ নামক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়। ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, তৎক্ষনাৎ তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। গতকাল আইন শৃঙ্খলা সভায়ও এ ব্যাপারে আলোচনা হয়েছে। তবে, বাংলাদেশের জলসীমায় জেলেরা নাব্যতা সংকটের কারনে মাছ ধরতে না পেরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এ কারনেই প্রতিদিন এমন ঘটনা ঘটছে। এ ব্যাপারে উর্ধ্বতন মহলে জানানো হয়েছে। উল্লেখ্য, ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন চলতি মাসে মোট ৬৫ জন জেলেকে অপহরণ করা হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।