নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে র্যাব-১১ শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে গুই রাকিবকে (২৪) নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে অন্তত ২০টি মামলা রয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। র্যাব জানায়, গত ১৮ অক্টোবর কর্ণগোপ এলাকায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করে আহত করে রাকিব ও তার সহযোগীরা। তারা এর আগে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল, পরে ১ লাখ টাকা নেয়। গুলির ঘটনার পর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। গ্রেফতারের পর র্যাব রাকিবকে অস্ত্রসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে।