বৃহস্পতিবার বিকেল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাদায় আটকে পড়া একটি বন্য হাতিকে নয় ঘণ্টার চেষ্টায় বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করেছে। বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা (রেঞ্জার) আনিসুজ্জামান বলেন, মাদি হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর। হাতিটি পুষ্টিহীনতায় ভুগছে। কাদায় আটকে যাওয়ায় আরও দুর্বল হয়ে গেছে। উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি। হাতিটি দাঁড়াতে পারছিল না। তিনি বলেন, প্রথমে আমরা একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করি। পাশাপাশি পানি ছিটিয়ে কাদা নরম করে নেই। পরে অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙায় তুলতে সক্ষম হয়েছি। চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান।