মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করে ইউরোপকে সতর্ক করেছে যে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী ২০ বছরের মধ্যেই মহাদেশটি তার ‘পশ্চিমা পরিচয়’ হারাতে পারে। ৩৩ পাতার এই নথিতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক পরিকল্পনা, সামরিক অগ্রাধিকার ও রাজনৈতিক অবস্থান তুলে ধরা হয়েছে। সেখানে অভিবাসন, জন্মহার হ্রাস, মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং পরিচয়ের সংকটকে ইউরোপের প্রধান ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল এই মূল্যায়ন প্রত্যাখ্যান করে বলেছেন, ইউরোপের সামাজিক মূল্যবোধ নিয়ে বাইরের পরামর্শের প্রয়োজন নেই। তিনি যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র হিসেবে স্বীকার করলেও নিরাপত্তা নথিতে মতপ্রকাশের স্বাধীনতা বা সাংস্কৃতিক প্রশ্ন অন্তর্ভুক্তির সমালোচনা করেন। ইউরোপীয় গণমাধ্যম বলছে, এই নথির ভাষা জাতিসংঘে ট্রাম্পের পূর্ববর্তী বক্তব্যের প্রতিধ্বনি করছে।
নথিতে ইউরোপে দেশপ্রেমিক রাজনৈতিক দলের উত্থানকে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।