ইরান সতর্ক করেছে, ২০১৫ সালের পরমাণু চুক্তির ‘স্ন্যাপব্যাক’ পদ্ধতিতে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করলে ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে সমান ও যথাযথ জবাব দেবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির এই পদক্ষেপ রাজনৈতিক ও ইসলামি প্রজাতন্ত্রবিরোধী। তিনি বলেন, গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে ‘স্ন্যাপব্যাক’ পদ্ধতির আইনি ও নৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এখনও চুক্তিতে অঙ্গীকারবদ্ধ, তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের লঙ্ঘনের কারণে ধীরে ধীরে কিছু অঙ্গীকার থেকে সরে আসছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে।