বান্দরবানের লামা উপজেলায় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। ১৭ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নূর উদ্দিন লামা থানায় মামলাটি দায়ের করেন। ১৬ নভেম্বর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে গেলে শ্রমিকরা রাস্তা অবরোধ করে মানববন্ধন ও প্রতিবাদ করেন। তারা কাফনের কাপড় পরে সড়কে শুয়ে দাবি জানান, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ইটভাটা ভাঙা যাবে না। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানে বাধা প্রদানকারীরা স্থানীয় নয়, বরং অবৈধ ইটভাটা মালিকদের নিয়োজিত শ্রমিক ও সহযোগী। কর্তৃপক্ষ পরিবেশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।