পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্ক আগামী সপ্তাহে ইসলামাবাদে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ড. ইরফান নেজিরওগলু জানান, এই প্রতিনিধিদলে তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপারসলান বায়রাকতারসহ গুরুত্বপূর্ণ মন্ত্রী ও গোয়েন্দা কর্মকর্তারা থাকবেন। সফরের উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে সংলাপ জোরদার করা এবং আফগান ভূখণ্ড যেন পাকিস্তানে সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার না হয় তা নিশ্চিত করা। এর আগে ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান-আফগানিস্তান বৈঠকগুলো কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়, কারণ কাবুল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে। গত অক্টোবরের হামলার পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত তীব্র হয়েছে, যেখানে পাকিস্তানি বাহিনী পাল্টা অভিযানে শতাধিক জঙ্গিকে হত্যা করে। তুরস্কের এই মধ্যস্থতা প্রচেষ্টা শান্তিপূর্ণ সমাধান ও আঞ্চলিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হয়েছে।