সোমবার ভোরে কুমিল্লায় অস্ত্রসহ ৪ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা। এর আগে নজরদারি বাড়ানো হয়েছিল। গ্রেফতার ছিনতাইকারীরা হলো- আশিকুর রহমান (৩২), জামিল হোসেন (১৯), জিসান (১৯) ও আসিফুর রহমান আসিফ (২২)। তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ২টি বাটালি, ১টি টর্চলাইটসহ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও ছিনতাই করতো।