ঢাবির উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাত বছর পর মামলা দায়ের করেছেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান। এই মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরো আসামিরা হলেন, তৎকালীন প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, সাইফুর রহমান সোহাগ, এসএম জাকির হোসেন, আবিদ আল হাসান প্রমুখ। রাশেদ খান বলেন, ‘২০১৮ সালের কোটা আন্দোলনের সময় ৯ এপ্রিল রাত ১টার দিকে ‘ঢাকা কলেজ ছাত্রলীগ’ লেখা গেঞ্জি পরা কিছু যুবক উপাচার্যের বাসভবনের গেট ভেঙে হামলা, ভাঙচুর ও আগুন দেয়।’ তিনি জানান, ‘১ জুলাই শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে এবং ৮ জুলাই বাসভবন ভাঙচুর মামলায় আমি গ্রেপ্তার হই। ১৫ দিন রিমান্ডে নির্যাতন করা হয়। তাই এখন আমি এই মামলা করেছি।