মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞার আওতাভুক্ত সব তেলবাহী জাহাজের ওপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এই নির্দেশের মাধ্যমে কারাকাসের ওপর ওয়াশিংটনের চাপ আরও জোরালো হয়েছে। ট্রাম্প অভিযোগ করেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার ‘চুরি করা তেল’ থেকে অর্জিত অর্থ মাদক ও মানবপাচারে ব্যয় করছে এবং যুক্তরাষ্ট্রের সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত কঠোর অবস্থান বজায় থাকবে।
এই পদক্ষেপের আগে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক মোতায়েন এবং একটি ভেনেজুয়েলান তেলবাহী জাহাজ জব্দ করে। ভেনেজুয়েলার দাবি, এসব পদক্ষেপের আসল উদ্দেশ্য মাদুরো সরকারকে উৎখাত করা ও তেল সম্পদ দখল করা। বিশ্লেষকদের মতে, রপ্তানি বন্ধ হলে দেশটির দুর্বল অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়তে পারে, যার ফলে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিতে পারে।
ওপেকের তথ্যমতে, বিশ্বের সর্বাধিক ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা এখন বৈদেশিক বাজারে প্রবেশে বড় বাধার মুখে পড়েছে।