বুধবার দুপুরে উদ্বোধন হলো গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’। ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগে, আসিফ মাহমুদ রংপুর থেকে সড়ক পথে সুন্দরগঞ্জ উপজেলা শহর হয়ে সেতুস্থলে পৌঁছান। উদ্বোধনের পর গাড়ি বহরে সেতুর দুই প্রান্ত ঘুরে দেখেন তিনি। এরপর এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এদিকে উদ্বোধন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, হাজারো মানুষের জমায়েত হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ এই সেতুটি সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত বিস্তৃত। দৈর্ঘ্য ১ হাজার ৪৯০ মিটার, প্রস্থ ৯.৬০ মিটার, লেন সংখ্যা ২টি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। এই প্রকল্পকে তিস্তা পাড়ের মানুষের জন্য মাইলফলক বলা হচ্ছে।