সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসু নির্বাচনে হল সংসদের মনোনয়ন ফরম নিতে গিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে লাঞ্চিতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, আহ্বায়ক সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সদস্য অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, নৃবিজ্ঞান বিভাগ, সদস্য ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, সহকারী প্রক্টর এবং সদস্য আতিয়া সানজিদা শর্মী, সহকারী প্রক্টর, ঢাবি। তদন্ত কমিটিকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জরুরি ভিত্তিতে সুপারিশ প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।