Web Analytics
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের সব ধরনের নির্বাচনি প্রচারসামগ্রী সরিয়ে ফেলতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি বলেন, সুষ্ঠু ও সফল নির্বাচন নিশ্চিত করতে দল যৌক্তিক সব সহযোগিতার জন্য প্রস্তুত।

তিনি দলীয় দায়িত্বশীলদের স্মরণ করিয়ে দেন যে, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আরপিও অনুযায়ী তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব প্রচার উপকরণ সরিয়ে ফেলতে হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

দেশজুড়ে নির্বাচনী উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে জামায়াত আমিরের এই আহ্বানকে অনেকেই আইনানুগ অবস্থান বজায় রাখার ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে দলটি নির্বাচনে অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Card image

Related Videos

logo
No data found yet!