ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম বড় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। রিখটার স্কেলে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক উদ্ধার সরঞ্জাম যেমন ‘অ্যাকুস্টিক লিসেনিং ডিভাইস’, ‘স্নেক আই ক্যামেরা’ ও ড্রোন যুক্ত করেছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রস্তুতি এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রায় ৮০০ উদ্ধার সরঞ্জাম অচল হয়ে পড়েছে, নতুন সরঞ্জাম কেনায় ধীরগতি রয়েছে এবং জনবল ১৫ হাজারেরও কম। আন্তর্জাতিক মান অনুযায়ী এটি খুবই কম। এ ঘাটতি পূরণে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবক প্রশিক্ষিত করা হয়েছে। কিন্তু সরু রাস্তা, ভারী যন্ত্রপাতির অভাব ও আকাশপথে উদ্ধার সুবিধা না থাকায় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকার নতুন কমান্ড সেন্টার ও বিশেষ উদ্ধার ইউনিট গঠন করেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর দুর্যোগ মোকাবিলায় সমন্বিত ও বিকেন্দ্রীকৃত প্রস্তুতি এখন সময়ের দাবি।