ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি স্থান ভেঙে প্রবল পানির তোড়ে একের পর এক এলাকা প্লাবিত হচ্ছে। পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলাসহ জেলায় প্রায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বাংলাদেশ সেনাবাহিনী স্পিডবোট নিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। স্থানীয়রা প্রশাসনিক সাড়া ও শুকনো খাবারের অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত। পানির প্রবাহ কমলেও বাঁধ ভাঙনের কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলায় চার দিন ধরে টানা বৃষ্টি চলছে। জেলা প্রশাসক জানিয়েছেন, ছয় উপজেলায় ত্রাণ তৎপরতায় সাড়ে ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।