বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না এবং ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজিত এক বিশাল নারী সমাবেশে তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করছে এবং লোক দেখানো রাজনীতি করে না। নারীরা সমাজের উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময় নারীদের সম্মান ও মর্যাদা দিয়ে এসেছে। অনুষ্ঠানে প্রধান বক্তা আমিরুল ইসলাম খান আলীম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।