নির্বাচন সংস্কার কমিশন অভ্যাসগত খেলাপীদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, মনোনয়ন জমা দেওয়ার ছয় মাপ আগেই খেলাপি পরিশোধ করার বিধান এবং ঋণখেলাপি হলেই সংসদ সদস্য পদ বাতিল করার সুপারিশ করেছে। আদালত কর্তৃক ঘোষিত ফেরারি আসামি সংসদ প্রার্থী হতে পারবে না। ফৌজদারি অপরাধে অভিযুক্তদের জামিনের সত্যায়িত ফটোকপি, কারাবন্দিদের আরপিও অনুযায়ী দলিল কাগজাদি জেল কর্তৃক সত্যায়ন করা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। নৈতিক স্খলনজনিত কারণে আদালতে দোষী সাব্যস্ত শুরু হওয়া থেকেই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করা, স্থানীয় সরকারের প্রতিনিধিদের পদত্যাগ না করে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া অযোগ্য করা, স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ নয়, ৫০০ ভোটারের সম্মতির বিধান, একাধিক আসনে প্রার্থীতা না দেওয়া এবং হলফনামায় মিথ্যা তথ্য দিলে আজীবন প্রার্থী হওয়ার অযোগ্য হওয়া সহ নানান বিধানের সুপারিশ করেছে কমিশন।