খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করার পর এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন। এর আগে মাসউদ বলেন, পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র চলছে। ভারতের উদ্দেশ্য বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চল ছিনিয়ে নেওয়া। বক্তব্যের একপর্যায়ে তিনি ঘটনাটিকে ‘ভুয়া ধর্ষণ’ উল্লেখ করেন। এই মন্তব্যের জেরে সোমবার সকালে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এবং দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ পদত্যাগ করেন। বিতর্ক ছড়িয়ে পড়লে হান্নান মাসউদ ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘ধর্ষণের মতো গর্হিত অপরাধ কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’ এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি স্বীকার করেন, তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দ ব্যবহার তার ভুল ছিল। এজন্য তিনি বিব্রত ও দুঃখিত। আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আলোচনা-সংলাপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের প্রতি উভয় পক্ষের বক্তব্য শোনার আহ্বান জানান তিনি।