বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক শুক্রবার জুমার নামাজের পর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তিনি উপস্থিতদের কবরের দিকে হাত তুলে দোয়া না করার অনুরোধ জানান। তার ব্যাখ্যায় বলেন, কবরের দিকে হাত তুলে দোয়া করলে মনে হয় মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হচ্ছে, তাই ইসলামী বিধান অনুযায়ী কেবলার দিকে মুখ করে দোয়া করা উচিত।
তিনি বলেন, মৃত্যুর পর মানুষের একমাত্র প্রয়োজন হলো জীবিতদের নেক আমল ও তাদের পক্ষ থেকে সওয়াব প্রেরণ। মুসলমানরা ঘরে বসে বা কবরের পাশে দাঁড়িয়ে মৃতদের জন্য দোয়া করতে পারেন। মামুনুল হক সবাইকে কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী কবর জিয়ারতের আহ্বান জানান। তিনি খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় সূরা ফাতেহা ও অন্যান্য আয়াত তেলাওয়াত করেন এবং তাদের জান্নাত কামনা করেন।