সৌদি সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৫ সালে দেশটিতে মোট ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে ২৪৩ জনের মৃত্যুদণ্ড মাদক–সম্পর্কিত মামলায় কার্যকর হয়েছে। এজেন্স ফ্রান্স–প্রেস জানায়, রিয়াদের ঘোষিত “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই বৃদ্ধির মূল কারণ। আগের বছরগুলোতে গ্রেপ্তার হওয়া অনেক অভিযুক্তের আইনি প্রক্রিয়া শেষ হওয়ায় চলতি বছরে তাদের রায় কার্যকর করা হয়েছে।
২০২৪ সালে সৌদি আরবে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, ফলে টানা দ্বিতীয় বছরের মতো দেশটি মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় শীর্ষে রয়েছে। প্রায় তিন বছর স্থগিত থাকার পর ২০২২ সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় শুরু হয়। জাতিসংঘ জানায়, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” ঘোষণার পর সৌদি কর্তৃপক্ষ সীমান্ত ও মহাসড়কে চেকপয়েন্ট বাড়িয়েছে, বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে এবং বহু পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা রক্ষায় মৃত্যুদণ্ড প্রয়োজনীয় এবং সব ধরনের আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পরই তা কার্যকর করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৯০ সাল থেকে সৌদির মৃত্যুদণ্ডের তথ্য নথিভুক্ত করে আসছে।