ইতালিতে পৌঁছানোর আশায় অবৈধভাবে লিবিয়া গিয়ে মানবপাচারকারীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন মাদারীপুরের শিবচরের তিন যুবক—আলমাছ, সজিব ও সবুজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তাদের হাত-পা ও মুখ বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে এবং মুক্তির জন্য ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা লিবিয়ার মরুভূমি বা সীমান্তবর্তী এলাকায় আটক রয়েছেন। পাচারকারীরা পরিবারের কাছে বারবার ফোন করে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আরও নির্যাতন বা হত্যার শিকার হতে হবে। মানবাধিকারকর্মীরা ঘটনাটিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তারা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও বৈধ বিদেশযাত্রার পথ সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন। শিবচর থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।