জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে অভিযুক্ত মাহির রহমানকে সোমবার (২০ অক্টোবর) ভোরে তার মা নিজেই বংশাল থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলার এক বাড়িতে টিউশনিতে গিয়ে খুন হন জোবায়েদ, যিনি জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। সিসিটিভি ফুটেজে দুজন তরুণকে ঘটনাস্থল থেকে পালাতে দেখা যায়। নিহতের পরিবার বর্ষা, তার বাবা-মা, মাহির ও মাহির বন্ধু নাফিসকে আসামি করতে চাইলেও পুলিশ মামলা নিতে দেরি করে এবং অভিযুক্তের সংখ্যা কমানোর পরামর্শ দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বংশাল থানার সামনে ও তাতিবাজার মোড়ে বিক্ষোভ করে দ্রুত গ্রেফতারের দাবি জানায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দিনের শোক ঘোষণা করেছে এবং ২২ অক্টোবরের বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান স্থগিত করেছে।