নিউইয়র্ক সিটিতে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির ১ জানুয়ারির শপথের আগেই ট্রাম্প প্রশাসন ফেডারেল অভিবাসন অভিযান জোরদার করেছে। সাবেক সীমান্তনীতি প্রধান টম হোম্যান জানান, আইসিই এজেন্টরা ইতোমধ্যে অভিযান শুরু করেছে এবং শহরের ‘সাংকচুয়ারি’ নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সিটি কাউন্সিল রাইকার্স আইল্যান্ডে আইসিই প্রবেশাধিকার বাতিল করায় এজেন্ট মোতায়েন আরও বাড়ানো হচ্ছে। এদিকে প্রশাসন স্ট্যাটেন আইল্যান্ডে নতুন আটক কেন্দ্র খোলার বিষয় বিবেচনা করছে। গভর্নর ক্যাথি হোকুল সতর্ক করেছেন, এই পদক্ষেপ নিউইয়র্কের অর্থনীতি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। মামদানি অভিবাসীদের আইনি সহায়তায় ১৬৫ মিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন এবং হোয়াইট হাউসের সঙ্গে ঘরভাড়া সংকট ও ফেডারেল সহায়তা নিয়ে আলোচনা শুরু করেছেন। একই সময়ে, নর্থ ক্যারোলাইনাতেও আইসিই অভিযান জোরদার হয়েছে, যেখানে গত সপ্তাহান্তে ২০০-র বেশি অভিবাসী গ্রেফতার হয়েছে। চলতি বছরে যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫০ হাজারের বেশি বহিষ্কার কার্যকর হয়েছে।