Web Analytics
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের দুর্গম ও কুয়াশাচ্ছন্ন পাহাড়ি এলাকায় নিখোঁজ হওয়া একটি মৎস্য নজরদারি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট গ্রুপের মালিকানাধীন বিমানটি শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে মারোস অঞ্চলের ওপর দিয়ে উড্ডয়নের সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। বিমানে আটজন ক্রু সদস্য ও তিনজন যাত্রী ছিলেন, যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে মৎস্য পর্যবেক্ষণ কাজে যাচ্ছিলেন। বিমানটি যোগকার্তা প্রদেশ থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের উদ্দেশে রওনা হয়েছিল।

রোববার (১৮ জানুয়ারি) সকালে স্থানীয় উদ্ধারকারী দল মারোস অঞ্চলের মাউন্ট বুলুসারাউং পাহাড়ের কাছে ধ্বংসাবশেষ শনাক্ত করে। উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে প্রায় ১,২০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হবে। নিখোঁজদের সন্ধানই এখন সর্বোচ্চ অগ্রাধিকার, এবং কিছু আরোহী জীবিত থাকার আশা করা হচ্ছে।

ঘন কুয়াশা, দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি ও প্রবল বাতাস উদ্ধার কার্যক্রমে বড় বাধা সৃষ্টি করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করবে বলে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!