Web Analytics
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, গত আট দিনে, শুক্রবার সন্ধ্যাসহ, এসব ব্যালট প্রেরণ করা হয়েছে যাতে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারেন।

নির্বাচন কমিশনের সূত্র জানায়, শুক্রবার একদিনেই ৫৭ হাজার ৩৬০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে সৌদি আরবে সর্বাধিক ২২ হাজার ব্যালট গেছে। এর আগের দিন সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি ব্যালট পাঠানো হয়। সব মিলিয়ে সৌদি আরবে সর্বাধিক ৫৭ হাজার ৩৪৩টি ব্যালট পাঠানো হয়েছে।

সালীম আহমাদ খান আরও জানান, দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটার নিবন্ধন বাড়বে এবং তা ১০ লাখে পৌঁছাতে পারে, আর প্রবাসী ভোটার নিবন্ধন ৬ লাখের বেশি হতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!