উত্তর কোরিয়া তাদের ভূখণ্ডে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দক্ষিণ কোরিয়ার কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং বলেন, চলতি জানুয়ারির শুরুতে দক্ষিণ কোরিয়ার গাংহোয়া কাউন্টি থেকে উড্ডয়ন করা একটি ড্রোন উত্তর কোরিয়ার কায়েসং শহরে প্রবেশ করে। পিয়ংইয়াং দাবি করেছে, তারা ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে এবং এর ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে।
তবে দক্ষিণ কোরিয়া অভিযোগটি প্রত্যাখ্যান করেছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়া যে ড্রোনের কথা বলছে সেটি তাদের সামরিক বাহিনীর ব্যবহৃত কোনো মডেল নয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উল্লিখিত সময়ে তারা কোনো মানববিহীন আকাশযান পরিচালনা করেনি। প্রেসিডেন্ট লি জে মিয়ং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, যদি কোনো বেসামরিক ব্যক্তি দায়ী হয়, তা হবে গুরুতর অপরাধ যা উপদ্বীপের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।
এই ঘটনা এমন সময়ে ঘটছে, যখন সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে অবৈধ ড্রোন অভিযান পরিচালনার অভিযোগে বিচার চলছে।