বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় স্বচ্ছতা, সমন্বয় ও দ্রুত নিয়োগ নিশ্চিত করতে ১৫ দফা প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিন সদস্যের প্রতিনিধি দল রবিবার পিএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরে। এনসিপি প্রস্তাবনায় রয়েছে নন-ক্যাডার বিধি সংশোধন, চলমান বিসিএসগুলোর দ্রুত ফল প্রকাশ, এক ক্যালেন্ডার বছরে প্রতিটি বিসিএস সম্পন্ন করা, পরীক্ষার নম্বর প্রকাশ, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সহজীকরণ এবং ক্লাস্টারভিত্তিক পরীক্ষা চালু করা। এনসিপি নেতারা অভিযোগ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অদক্ষতা ও দুর্নীতি বিসিএস ব্যবস্থাকে জটিল করেছে এবং আমলারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তারা সতর্ক করেন, প্রশাসনিক বিশৃঙ্খলা অব্যাহত থাকলে তরুণ সমাজের ক্ষোভ আরও বাড়বে।