ওয়াকফ আইনের বিরোধিতা করে বৃহস্পতিবার বিশাল সমাবেশ করেছে জমিয়ত উলামায়ে হিন্দ। রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলকাতার রামলীলা ময়দানে জমিয়তের সমাবেশে ঢল নেমেছে লাখো জনতার। যার জেরে প্রায় অচল হয়ে পড়েছে মহানগরী কলকাতার ব্যস্ততম এলাকাগুলো। প্রতিবাদকারীদের দাবি, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে এবং এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে। এই আশঙ্কা থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ মিছিল করে এসে জড়ো হন সমাবেশস্থলে। এছাড়া মণিপুর, গুজরাত, তামিলনাড়ু, কর্ণাটকসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।