Web Analytics
র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, ঈদকে কেন্দ্র করে গরুর হাটে জাল টাকা, চাঁদাবাজি, পশুবাহী গাড়িতে বাধা প্রদান কিংবা এক হাটের গরু অন্য হাটে জোর করে নেওয়ার মতো অপরাধ যাতে না হয়, সে জন্য র‌্যাব সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি জানান, দেশের সবচেয়ে বড় গাবতলী হাটসহ মিরপুর বেনারসিপল্লী ও পাটুরিয়া ফেরিঘাট এলাকার গরুর হাটগুলোতে অস্থায়ী র‌্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। হাট এলাকায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আরো জানান, বাসের টিকিট কালোবাজারি, ভাড়া বেশি নেওয়া কিংবা অন্য কোনো অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে। গত ১ মে থেকে ৩১ মে পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!