বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের অন্যতম কিংবদন্তি ও স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু মৃত্যুর মাত্র এক বছর পরেই যেন বিস্মৃত হয়ে গেছেন সবাই। গত ১৮ নভেম্বর ছিল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী, কিন্তু ক্রীড়াঙ্গনে তাঁর স্মরণে কোনো আনুষ্ঠানিকতা বা শ্রদ্ধা নিবেদন দেখা যায়নি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলকে নেতৃত্ব দিয়ে জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠেন তিনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন দলে খেলে তিনি পাকিস্তান জাতীয় দলে স্থান পান, যা সে সময় বাঙালি খেলোয়াড়দের জন্য ছিল বিরল ঘটনা। খেলা শেষে তিনি বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পদক ও জাতীয় ক্রীড়া পুরস্কারসহ বহু সম্মাননা পান তিনি। কিন্তু তাঁর ছেলে তানভীরের অভিযোগ, বাবার মৃত্যুবার্ষিকীতে কেউ খোঁজ নেয়নি, যা ক্রীড়া সমাজের অবহেলার প্রতিফলন।