নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহণ কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ৩ নম্বর পোতাঙ্গনে দীর্ঘদিন ধরে নোঙর করে রাখা পরিত্যক্ত মালবাহী জাহাজ ‘রাহান’-এ বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাত আটটার দিকে আগুন লাগার পর বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে জাহাজে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের ধারণা, পরিত্যক্ত জাহাজটিতে মাদকসেবীদের আনাগোনা থাকায় সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে, জাহাজটি প্রায় দুই দশক ধরে অকেজো অবস্থায় ছিল এবং আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।