মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর কাছে পাঠানো সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের কোনও বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনও আদালতে প্রশ্ন তোলা যাবে না। যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো কালক্ষেপণ না করে নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরুপে বাস্তবায়ন করবে, তা বলা হয়েছে। সাংবিধানিক স্বীকৃতি, সনদ অনুযায়ী সংবিধান সংস্কার এবং জুলাই সনদের কোনো কিছুর ব্যাখ্যা সুপ্রিম কোর্টের উপর ন্যাস্ত করা হয়েছে।