প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনিকে ‘মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস’ হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, রনি সম্প্রতি সময় টিভির এক টকশোতে দাবি করেছেন, নূর হোসেন জনতার হাতে নিহত হন, যা ইতিহাস বিকৃতি। শফিকুল স্মরণ করিয়ে দেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদের নিরাপত্তা বাহিনীই নূর হোসেনকে গুলি করে হত্যা করেছিল। তিনি প্রশ্ন তোলেন, রনি কি এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? একইসঙ্গে তিনি টকশোর উপস্থাপককেও সমালোচনা করে বলেন, এমন মিথ্যাচারের প্রতিবাদ না করে প্ল্যাটফর্ম দেওয়ায় তিনিও অপরাধে অংশ নিয়েছেন।