রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে হত্যার এক সপ্তাহ আগে তার স্ত্রী তাসমিন নাহার লুসী সিলেটের জালালাবাদ থানায় লিমন মিয়ার বিরুদ্ধে হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তিনি জানান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য লিমন তার কাছ থেকে আর্থিক সহায়তা চাইতেন এবং প্রত্যাখ্যানের পর প্রাণনাশের হুমকি দেন। ৬ নভেম্বর জিডি করার পরও আদালতের অনুমতি না পাওয়ায় তদন্ত শুরু হয়নি বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার রাজশাহীর ডাবতলা এলাকার ফ্ল্যাটে লিমন ঢুকে লুসী ও তার ছেলে তাওসিফ রহমান সুমনের ওপর হামলা চালান। সুমন নিহত হন, লুসী গুরুতর আহত হন। হামলাকারী লিমনও আহত অবস্থায় পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ বলছে, লিমন পরিবারের পরিচিত ছিলেন এবং ঘটনাটির পেছনের কারণ অনুসন্ধান চলছে।