সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত বিসিএস অফিসার্স ফোরামের সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ শরিফুল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। ফোরামের পক্ষে তিনি নির্বাচন কমিশনের কাছে আট দফা দাবি উপস্থাপন করেন এবং বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দাবিগুলোর মধ্যে রয়েছে যেসব কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তাদের অব্যাহতি, নির্বাচনী আইন কঠোরভাবে প্রয়োগ, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, এবং নিরপেক্ষতা নিশ্চিতে নির্দেশনা জারি। এছাড়া অভিযোগ তদন্তে দ্রুত ব্যবস্থা, অভিযোগ বক্স স্থাপন, এবং নির্বাচন শেষে জেলা ও পুলিশ কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলির প্রস্তাবও করা হয়। ফোরাম আরও দাবি জানায়, সরকারের উপদেষ্টা ও চুক্তিভিত্তিক শীর্ষ কর্মকর্তারা যেন পরবর্তী সরকারের অংশ না হন সে বিষয়ে ঘোষণা দিতে হবে।
ড. শরিফুল আলম বলেন, গত তিনটি ব্যর্থ ও জালিয়াতিপূর্ণ নির্বাচনের পর আসন্ন নির্বাচন জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।