Web Analytics
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতি সমর্থন জানাতে তিনটি বিকল্প পদক্ষেপ বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের প্রাথমিক ঘোষণা দেওয়া হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, নাকভি বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন। পাকিস্তান সুপার লিগ–সংক্রান্ত এক কর্মশালায়ও এই বিষয়টি উঠে আসে, যেখানে নাকভি বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেন। সূত্রের দাবি, তিনি বৈঠকে বলেন বাংলাদেশকে ‘অপমান করা হয়েছে’ এবং তাদের একা ফেলে দেওয়া উচিত নয়—এটাই পিসিবির অবস্থান।

পিসিবির বিবেচনায় থাকা তিন বিকল্প হলো: কালো বাহুবন্ধনী পরে মাঠে নামা, ১৫ ফেব্রুয়ারির ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট করা এবং বিশ্বকাপে পাকিস্তানের জয়গুলো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করা।

Card image

Related Videos

logo
No data found yet!