রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে, যদিও আওয়ামী লীগ পলাতক শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কর্মস্থলে যাচ্ছেন। সারাদিন সতর্ক অবস্থানে থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।