পরিবারের আপত্তির মুখে শহিদ শ্রাবণ গাজীর লাশ কবর থেকে না তুলেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডি সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে সিআইডির একটি দল শহিদ শ্রাবণ গাজীর লাশ কবর থেকে তুলতে এসেছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা চাননি দীর্ঘদিন পর কবর থেকে তাদের সন্তানের লাশ তোলা হোক। তাদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা ফিরে যাচ্ছি। যেহেতু আদালতের নির্দেশনায় আমরা গিয়েছিলাম, আমরা বিষয়টি আদালতকে সেভাবেই অবগত করব। উল্লেখ্য, শহীদ শ্রাবণ ৫ আগস্ট শহীদ হয়েছেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।