জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে সিনিয়র সচিবের পদমর্যাদায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। মনির হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেছেন তিনি শীঘ্রই যুক্তরাষ্ট্র থেকে ফিরে দায়িত্ব গ্রহণ করবেন। মনির হায়দার একুশে টিভি, মানবজমিন, জনকণ্ঠ, ইত্তেফাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘকাল সাংবাদিকতা করেছেন। নাগরিক অধিকার কর্মী ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবেও তিনি সুপরিচিত। রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিঁয়াজো এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।