ফেনী সদর আসনে এবি পার্টির (ঈগল মার্কা) প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, তিনি পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি গড়তে চান। শুক্রবার সন্ধ্যায় কাজীরবাগে গণসংযোগকালে তিনি বলেন, পুরোনো রাজনীতি মানে হিংসা, প্রতিদ্বন্দ্বী দলের পোস্টার ছেঁড়া, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ—এসব বন্ধ করে ইতিবাচক রাজনীতি গড়ে তুলতে হবে।
তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে এবি পার্টির ভূমিকার কারণে জনগণের আস্থা বেড়েছে। মঞ্জু বলেন, পুরোনো রাজনীতিবিদদেরও উন্নয়নে অবদান আছে, তবে এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বে পরিবর্তনের।
গণসংযোগে এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় ও ফেনী জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা কাজীরবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন, যা আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলের তৃণমূল সংগঠনকে আরও সক্রিয় করার ইঙ্গিত দেয়।