বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন এখন সাধারণ মানুষের দাবি। এই নির্বাচনের জন্যই এত লড়াই সংগ্রাম, মামলা, হামলা এত গুম-খুন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। খোকন বলেন, আওয়ামী দুঃশাসনের ১৬ বছরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী, জন্মবার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে পারিনি। এবার আর কোনো ধরনের বাধা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে কারো ওপর যেন কোনো কিছু চাপিয়ে দেওয়া না হয়। এমন হলে ব্যবস্থা নেব!