ঢাকার উত্তরা-টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের একটি ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজ হয়েছে। এতে সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত ভালভ প্রতিস্থাপনের কাজ চলছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
এটি দুই সপ্তাহের মধ্যে ঢাকায় তৃতীয় গ্যাস পাইপলাইন দুর্ঘটনা। এর আগে ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে পাইপলাইন ছিদ্র হয়ে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় সরবরাহ বিঘ্নিত হয়। ১০ জানুয়ারি গণভবনের সামনে আরেকটি ভালভ ফেটে সরবরাহ বন্ধ হলে রাতে নতুন ভালভ বসিয়ে পুনরায় সরবরাহ চালু করা হয়।
তিতাস গ্যাস জানিয়েছে, নিরাপত্তার কারণে উত্তরার ১২ ইঞ্চি ব্যাসের মূল পাইপলাইন ‘শাটডাউন’ করা হয়েছে এবং দ্রুত সরবরাহ পুনরায় চালুর জন্য কাজ চলছে।