রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করা জেলা প্রশাসকদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের বিরুদ্ধে করা হবে না। ক্ষমতাচ্যুত লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে যারা জেলা প্রশাসক বা ডিসি হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, এমন শতাধিক কর্মকর্তার অনেককে দায়িত্বহীন বা ওএসডি করা হচ্ছে।