ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ জলবায়ু সম্মেলনে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন তিনগুণ বৃদ্ধি, বৈশ্বিক জ্বালানি দক্ষতা দ্বিগুণ করা এবং মিথেন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে এই শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমানো সম্ভব। ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার জানিয়েছে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বৈশ্বিক উষ্ণতা ২.৬ ডিগ্রি থেকে প্রায় ১.৭ ডিগ্রিতে নেমে আসবে, যা প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি লক্ষ্য অর্জনের কাছাকাছি। শুধু জি২০ দেশগুলোর ক্ষেত্রেই এসব উদ্যোগ ২০৩৫ সালের মধ্যে ১৮ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিশেষ করে মিথেন নির্গমন হ্রাসের ক্ষেত্রে বাস্তবায়ন অনিশ্চিত, কারণ অনেক দেশ নির্গমন কম দেখাচ্ছে এবং জীবাশ্ম জ্বালানি শিল্পের চাপ রয়েছে। কপ৩০ সম্মেলনে এখন মূল জোর দেওয়া হচ্ছে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন ও জীবাশ্ম জ্বালানি পরিত্যাগের রোডম্যাপ তৈরিতে।