সোমবার বিকালে তিস্তার তীরে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই- বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমান্ত হত্যা বন্ধ করেন। এ কথা আগেও বলেছি, এখনো বলছি। তিনি আরো বলেন, সবকটা আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে তারা। আর বাংলাদেশের মানুষ ফসল উৎপাদন করতে পারছে না, ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাছ ধরাসহ জীবন জীবিকা থেকে বঞ্চিত হচ্ছে! এই সময় তিনি অন্তবর্তী সরকারকে বলেন, সব জায়গায় নিরপেক্ষতা নয়, মুখে খুলে ন্যায্য পানির হিস্যা আদায় করতে হবে।