অস্ট্রেলিয়ার সিনেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ওয়ান নেশন পার্টির সিনেটর পলিন হ্যানসন। জনসমক্ষে বোরকা নিষিদ্ধের প্রস্তাব উত্থাপনের অনুমতি না পেয়ে তিনি বোরকা পরে সিনেট চেম্বারে প্রবেশ করেন। তার এই পদক্ষেপে সিনেটরদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। গ্রিনস পার্টির সিনেটর মেহরিন ফারুকি ঘটনাটিকে ‘বর্ণবাদী আচরণ’ বলে আখ্যা দেন এবং মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যান একে ‘লজ্জাজনক’ মন্তব্য করেন। সরকারি লেবার পার্টির পেনি ওং ও বিরোধী দলের অ্যান রাসটন উভয়েই হ্যানসনের আচরণকে সিনেটের মর্যাদার পরিপন্থী বলে নিন্দা করেন। হ্যানসন বোরকা খুলতে অস্বীকৃতি জানালে অধিবেশন স্থগিত করা হয়। পরে সামাজিক মাধ্যমে তিনি জানান, তার প্রস্তাবিত বিল বাতিলের প্রতিবাদেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অভিবাসনবিরোধী রাজনীতির জন্য পরিচিত হ্যানসন ২০১৭ সালেও একইভাবে বিতর্ক সৃষ্টি করেছিলেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।