মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এক এনজিওকর্মী নারী ছিনতাইকারীদের প্রতিহত করে আলোচনায় এসেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি আত্মরক্ষায় এক ছিনতাইকারীকে ঘুষি মারেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা পালিয়ে যায় এবং একটি আগ্নেয়াস্ত্র ফেলে রেখে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে এবং সেটি আসল না নকল তা পরীক্ষার জন্য পাঠায়। শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী নারী বলেন, মরেই যাবো ভেবে শেষ চেষ্টা করেছি, লড়াই করার পর তারা পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় সাহসিকতার উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।