এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, এ বছর নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। নাহিদ বলেন, ‘গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমার পর প্রত্যাশা অনুযায়ী হয়নি। অপরদিকে প্রধান উপদেষ্টা বলেছেন এ বছরের শেষের দিকে নির্বাচন হবে। তবে নির্বাচন যখনই হয়, এনসিপি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছে বলে জানান নাহিদ। তবে বলেন, এর আগে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ।